দৃশ্যের বিপরীত
হাসান মাহমুদ


খাঁচার বাহিরে মানেই
পাখিটি হয়ে যায়নি চির মুক্ত স্বাধীন,
কিছু অদৃশ্য শিকলে
অজান্তেই প্রাণ বাঁধা থাকে চিরদিন।


হাসি মানেই খুশি নয়
শুধু বেদনার চিহ্ন নয় আখিঁজল,
কিছু হাসি বাধ্যকতা
কিছু আঁখি প্রাপ্তিতে ও টলমল।


বিলাসীতা মানেই সুখ নয়
দরিদ্রতাও নয়  কষ্টের বন্দিশালা,
কিছু অট্টালিকা হয় বিষাদী
ফুটপাতেও বসে সুখের পাঠশালা।


সাথে চললেই সঙ্গী নয়
দূরে গেলেই আপন কভু হয় না পর,
বন্ধুত্ব হৃদয়ের ব্যাপার
কাঁধে হাত রেখেও কেহ স্বার্থপর।


সমাপ্ত মানেই শেষ নয়
হতে পারে সূচনার উন্মোচন ধার,
মানুষ মানেই শ্রেষ্ঠ সৃষ্টি নয়
শ্রেষ্ঠত্ব আনে মনুষ্যত্বের অলংকার।


দুপুর: ০২:১৫:০০ # ০৬-০৭-২০২১