একটু সময় করে নিও
হাসান মাহমুদ


হৃদয় বিদীর্ণ কারী দুঃখগুলো জমাট বেঁধে
জন্ম হয়েছে ছন্দহীন একটি কবিতার‌
যতনে তুমি নাই বা রাখলে আগলে তাকে,
তবুও সময় পেলে পড়ে দেখো একবার
হয়তো সে ছুঁয়ে দিতেই পারে তোমাকে।


মস্তিষ্কে ছড়া নো-ছিটানো আবেগি শব্দগুকে
পরিপাটি করে সাজিয়েছি তোমার জন্যে
যত স্বপ্ন যত আকাঙ্ক্ষা সব দিয়েছে ঢেলে,
সুযোগ পেলে একবার জড়িয়ে নিও তাকে
নিঃশব্দ আঁধারে ছুঁয়েতেও পারে অনুভূতিতে।


স্মৃতির পাতা থেকে অশ্রু কুড়িয়ে কুড়িয়ে
আবেগি রংতুলিতে আলপনা এঁকে এনেছি
সুযোগ পেলে নিজের সাথে মেখে দেখো,
হয়তো সেথা খুঁজে পাবেনা জীবনের সবটা রং
না হয় ঝরলো কিছুটা অশ্রু ক্ষতি কি তাতে।


হারিয়ে যাওয়া জীবনের জলছবি খুঁজে নিয়ে
নতুন করে কিছু সংশোধনী এনেছি তাতে,
এখানে আমি শব্দের পাশে তুমির ব্যবহার নেই
শূন্যস্থান পূরণ হয়েছে হৃদয় বিরাগী স্বপ্নেতে।
অবসর হলে তুমিও কিছু সংযোজন করে দিও
আমি না হয় দেখে নিবো অন্তিমের প্রভাতে।


রাত: ০৯:৪৮:০০
১৪ই সেপ্টেম্বর ২০২১