অতৃপ্ত আত্মা
হাসান মাহমুদ


আঁধারের বুক চিরে ঘটে দিবসের আগমন,
ভোরের সূর্য হাসে নতুন স্বপ্ন নিয়ে,
পাখ-পাখালি শিষ দিয়ে
স্বাগত বাণী ছড়িয়ে দেয় চতুর্পার্শ্বে,
শিশিরসিক্ত ফুলগুলো প্রাণের ঘ্রাণ ছড়িয়ে জানায় অব্যর্থনা।
ব্যস্ততা খটখটায় কুঁড়ে ঘরের কপাটে,
মরিচা ধরা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবতার ছোঁয়া দিতে
মানুষ নতুন ভাবে দৃঢ় প্রত্যয় গ্রহণ করে
দায়িত্বের বোঝা বহন করে,
কেউ ছুটি দেয় নিজে স্বপ্নকে,
কেউ অন্যের চোখে তাকিয়ে
ভুলতে চেষ্টা করে আপন দুঃখ,
কেউ নদীর স্রোতের মতোই
নিজেকে প্রবাহিত করে অন্যের টানে,
কেউ অতীতের বুক চিরে খুঁজে ফিরে বিন্দু সুখ।


কেউ ঘুমিয়ে থাকে না,
কেউ থেমে থাকে না,
কেউ বসে থাকে না
মশাল হাতে সবাই খোঁজে ফিরে এক চিমটি তৃপ্তি।
এ চলার পথে অনেকেই অর্জন করে অনেক কিছু,
জয় করে পৃথিবী,
সাগরের বক্ষ বিদীর্ণ করে সুগম করে চলার পথ,
চাঁদের বুকে এঁকে দেয় পদচিহ্ন,
সাফল্যে সাফল্যে গেঁথে নেয় সুদীর্ঘ মালা।
তবুও মানুষ পরাজিত হয় নিজের কাছে।
ব্যার্থ হয় নিজের লোভি আত্মাকে এক চিমটি তৃপ্তি দানে।


সময়: রাত ১২:৪৫
১৯শে সেপ্টেম্বর ২০২১