নিদ্রাহীন রাত কাটে,
বালিশের নিচে যত অনুসূচনা নিয়ে।


ভেবে যাই আমি পাষাণ হৃদয়ের কথা।
নির্ঘুম আমি জেগে থাকি তারার মতই,
চোখে আটকে থাকে শত ব্যর্থতার জল।


নির্ঘুম এই নির্মম প্রতিটি রাত যেন সহস্র বছর জুড়ে।
আমার বিবেক পুড়ে যায় তোমার স্মৃতি ভেবে।


অসহায় হয়ে রাত্রি পারি দেই,
ব্যর্থ ভাবনা আর মিথ্যে স্বপ্ন বুকে চেপে।


আমার যত অবস অনুভূতি সবি যেন তেতে ওঠে ভোরের সূর্য দেখে।


সভ্যতায় ছুটে চলা যত ব্যস্ত নগরীর লোক,
নির্জনতায় ডুবে থাকতে দেখেনা আমায়।
শোনেনা এই বোবা মনের চিৎকার।


নিষ্প্রাণ হৃদয়ের অনুভূতি জমে নির্বাক হয়ে গেছে আমার যত আর্তনাদ।