বৃষ্টি ভেজা দিন একা জানালায়
রোদের আশায় কাক ডানা ঝাপটায়।


ভেজা মন চায় প্রান ফিরে পাক,
শুকিয়ে যাওয়া যত কথা।
মৌনতাকে ঘিরে তবু বেঁচে থাক
ঘুণে ধরা কিছু ব্যথা।


জল ভারী চোখ,রাত তবু চায়
মিলুক রোদের দেখা।


মেঘ ঝড়ে গেলে আকাশও দাড়ায়,
পাহাড়ের মত একা।