আবরার আবরার ছিলো মেধা ক্ষুরধার
ভাবি বারবার কেন মেধা হয় ছারখার
করে যে বুক ভার স্মৃতি করে শুমার
চলে গেলো ওপার কাঁদিয়ে চার ধার।
আবরার আবরার তাঁরে ভোলা কি যায় আর
শুকিয়েছে বুক মা'র নেই জল কাঁদিবার
শুধু বলে আবরার কোথা বাপ আমার
স্বপনে বারবার ফিরে আসে আবরার।