আমি চেয়ে থাকি অনিমেষ নয়নে
একটু যদি তুমি তাকাও
আমার পানে বাঁকা নয়নে।
চেয়ে থাকি অধীর আগ্রহে
লাজহীন কোন প্রমিকের মতো
রুদ্ধশ্বাস ব্যাকুলতা লয়ে
একটু দেখার আশায়
কাজল হরিণ নয়ন, আর
লাল গোলাপ রাঙা লাজ শোণিমা
মেঘ-কালো কেশ
রয়েছে যা আলায়ে।
আমি দেখি তোমার চলে যাওয়া
আনত শিরে ধীর লয়ে
যেমন হেঁটে চলে কোন অপ্সরা।
তুমি চেয়ে থাকো অন্যদিকে
ভ্রুক্ষেপের ভঙ্গিতে
যা আমার আকুলতাকে বাড়িয়ে দেয়,
আমি তবু চেয়ে থাকি
অনিমেষ নয়নে অধীর আগ্রহে।
এ কেমন কামনা ব্যাকুলতা অস্থিরতা
আশা দুরাশায় ভরা
চিত্তকে আড়ষ্ট করে
নিজের অস্তিত্ব ভুলে যাওয়া
ক্ষণিকের তরে
এ কেমন রুদ্ধশ্বাস শূন্যতা
মন হয় উম্মন বিস্রস্ত;
এ কেমন মনস্তাপ -
হতাশা আর অভীপ্সার দ্বন্দ্ব
অমিশ্র কামনা
কী মোহে আঁখি নিশ্চল নিস্পন্দ
আমি চেয়ে থাকি নীরবে
অনিমেষ নয়নে অধীর আগ্রহে ।