আরাধনা


ভেবে দেখেছো কি তুমি
কে তোমার অন্তর্যামী
কে করেছে তোমারে সৃজন
জল সমীরণ অবারিত গগন
কে করেছে দান তোমারে প্রাণ
বিছিয়েছে ভূতল বন সানুমান
বানিয়েছে কে অনুজ্জ্বল শশী রাঙা রবি
দিন রজনী ভাব কি তুমি এসব সবি?
কে করেছে আলো ও নিকষ আঁধার
গিরি কন্দর তরঙ্গিণী অকূল পাথার
কে করে দান জীবন মরণ
মাকান আমান ভরণ পোষণ
করেছে সৃজন সুখ দুখ কান্না হাসি
রঙিন বুস্তান ফুল ফল রাশি
কে করে আকাশ সদা প্রসরণ
তোমার অবয়ব করেছে রূপায়ণ
কে কষেছে জীবের রসায়ন
অজস্র বিশ্ব অসীম জীবন
বারবার তুমি যে দিকেই তাকাও
কোনো ত্রুটি তুমি দেখিবে না কোথাও
করেছে সৃজন তিনি অবিনশ্বর একজন
কেন ভজ ভ্রমে তারই তুচ্ছ সৃজন।