বীরাঙ্গনা


বীরাঙ্গনা,
বাঙালী জাতি করে তোমারই আরাধনা।
করি না কোনো নারীর সাথে তোমার তুলনা
তোমরা মোদের জায়া, জননী, কন্যা।
তোমাদের স্বজনেরা ঢেলে দিয়েছিল রক্তের বন্যা।
বীরাঙ্গনা,
বাঙালী জাতি করে তোমারই আরাধনা।
কাপুরুষ গুলো চেয়েছিল জাতিরে নোয়াতে করে তোমাদের অপমান
অপমানিত হয়েছে তারাই জগত জুড়িয়া, লুণ্ঠিত নয় তোমাদের মান।
বিজেত্রী তুমি, বিজিতা নও, বিজুরি তুমি জ্বলন্ত অনির্বাণ।
বীরাঙ্গনা,
বাঙালী জাতি করে তোমারই আরাধনা।
তোমার সবুজ শাড়িতে লাল টিপ দিয়ে আকাশে উড়ছে কেতন
বাংলা নামের গর্বিত জননীর বুকে জন্মেছে তোমারি মত শত রতন।
আগলে রেখেছো এ মাটির সন্তানেরে স্নেহময়ী জায়া-জননীর মতন।
বীরাঙ্গনা,
বাঙালী জাতি করে তোমারই আরাধনা।
ভ্রূক্ষেপ করো না পিছু কথা আর ভ্রুকুটি, চেপে ধর তাদের টুটি
গর্জে বলো, তোমাদের জন্যে ধরেছি আমি করে মুঠি ঐ শত্রুর ঝুটি।
তোমার দামে এসেছে স্বাধীনতা, ঘুচে গেছে জাতির পরাধীনতা।
বীরাঙ্গনা,
বাঙালী জাতি করে তোমারই আরাধনা।
যতদিন আছে এ জাতির প্রাণ, রবে তোমাদের দান অম্লান  
জাতি যে চায় শুধিতে ঋণ দিয়ে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্মান।
বীরশ্রেষ্ঠা তুমি, জানাই তোমায় সহস্র সংগ্রামী সালাম।


মাহমুদ লতিফ
ঢাকা : ২৭/১২/২০১৮