মস্ত বড়ো বিড়াল/ নখরগুলো ধারাল
দাঁতগুলো ক্ষুরধার/ ইঁদুর করে সাবার
দিন-রাত সারাক্ষণ/ বিড়ালের জ্বালাতন
ধেঁড়ে নেংটি ধরে/ উদরেতে পুরে
ইঁদুরেরা বসে/ ডাকলো সভা শেষে
সবাই নিল আসন/ জমলো অধিবেশন
নেংটি একটা ওঠে/ বুদ্ধি আছে ঘটে
বল্লো উপায় আছে/ যেতে হবে কাছে
যখন ওটা ঘুমায়/ ঘন্টা বাঁধবো গলায়
টুংটাং টুংটাং বাজবে/ ওটা যখন হাঁটবে
যাব তাতে সরে/ বিড়াল থেকে দূরে
বুড়ো একটা ওঠে/ বল্লো মাথা খুঁটে
বাজি রেখে জান-টা/ বাঁধবে কে গো ঘন্টা
সবাই মাথা খুঁটে/ কঠিন প্রশ্ন বটে
গেল সবাই চলে/ সভা রসাতলে।



** বলা সহজ করা কঠিন