পেট করে চোঁ চাঁ মাথা ঘুরে ভোঁ ভাঁ
অন্নের দেখা নাই বুড়ো শিয়ালের ঘুম নাই
খালের পাড়ে কাদার মাঝে প্রতিদিন সকাল সাঁঝে
সাদা বগীর ছানা করে আনা-গোনা
যদি ধরা যেতো একটা উপায় হতো
ভেবে চোখ হয় ছলছল জিভ গড়িয়ে ঝরে জল
শরীরটা অনেক দুর্বল দাঁতগুলো নয় সবল
খালের জলে কুমির ভাসে ডিম পারে আশেপাশে
যাওয়ার উপায় নাই ছানা কিন্তু চাই
কুমির বেটা বড়ই চালাক করেছে সে শিয়ালকে তাক
একটু কাছে এলেই পরে ধরবে তারে ঝাঁপ মেরে
ধীরে ধীরে বুড়ো শিয়াল পা চালালো করছেনা খেয়াল
খালের পাড়ে যেই না এলো বগীর ছানা পাখা মেললো
কুমির বেটা এলো তেড়ে ছিল সে ঘাপটি মেরে
শিয়ালের গেল জান স্বপ্ন হলো খান-খান।