হে প্রভূ, তোমার চরণ তলে
আছি বসে আমি
দু হাত তুলে করুণ নয়নে
তোমার করুণাকামি।
একটু যদি কৃপা করো মোরে
অতৃপ্ত মন যাবে যে ভরে
শূন্য মাঝারে পাইবো তোমারে
অমূল্য অনেক দামী।
জগতের যত সুখ পার্থিব ধন
করুক যতই মোরে বিমুখ আনমন
তবু প্রভু চাই তোমাতে ঠাঁই
লয়ে সব পরিজন।
ক্ষণিকের জীবন রঙিন স্বপন
সব যেন হয় ক্ষণকাল আপন
যাহা চাই তাহা নাহি পাই
প্রভুর মাঝেই হোক অসীম যাপন।
চিত্ত মোর করো ভয়শূন্য
জীবন করো মোর অপার ধন্য
তোমার মহিমায় হতে চাই লীন
জীবন হোক মোর তোমারি জন্য।
একটু যদি কৃপা করো মোরে
অতৃপ্ত মন যাবে যে ভরে
শূন্য মাঝারে পাইবো তোমারে
অমূল্য অনেক দামী।
হে প্রভু, তোমার চরণ তলে
তোমার করুণাকামি।