মহারাণী এডিস


আমি হলাম মশার মহারাণী
এবার শোনো আমার বাণী
খরচ করো যতই মানি
প্রাণটা করবো টানাটানি।
ফগার মেশিন যতই চালাও
জলে ঔষধ যতই গুলাও
যতই করো বাক-মস্তানি
আমি এডিস মহারাণী।
মন দিয়ে এবার শোনো সবে
ঔষধ মেরেছ সেই কবে
যখন শুনি ফগার বাজে
হেসে মরি আমি লাজে।
ফগারে জানি ঔষধ নাই
বসে মারি তাই তাই
ফুলের টবে ডাবের খোসায়
জল নিয়ে কেউ মাথা ঘামায়?
ঝাঁটা ফগার যতই চালাও
দাদাগিরি যতই ফলাও
স্বচ্ছ জলে লার্ভা চাষ
ও টাই হবে এডিসের আবাস।
নারকেল তেল যতই মাখো
রেহাই কেউ পাবে না গো
এলান করি ‘ছাড়ো ধাম’
নইলে কাটবো সবের চাম।
পালাও সবে মঙ্গলগ্রহে
বাঁচবে নারে আমার দ্রোহে।