নারী


তুমি নহে অবোলা, নহে নিরুদ্যম
তোমার মাঝে আছে জগৎ জয়ের দম।
কে বলে তুমি অশুভাঙ্কর, পঙ্কিল পাপ
এ তো কুসংস্কার, সত্যের অপলাপ।
তুমি নও অসুচি, অশুদ্ধ বেমানান
যাঁরা বলে তাঁরা নীচ-তোমারে করিছে অপমান।
নহে তুমি কোনোরুপে অশ্রেয়সী
তুমি অলোকসামান্যা মহীয়সী।
নও তুমি শুস্ক মাল্য, ভঙ্গ কাকন
কেন ফেলিবে তোমারে ছুঁড়ে করে তুচ্ছ রমণ!
হয়নি সমাজে তোমার এখনো  শুদ্ধ যাচন
কেড়ে নিতে হবে তোমায় তোমারি যোগ্য আসন।
তুমি বিজুরী, বিদুষী, সুপ্ত অনল
তোমারে দেখিয়া জাগুক নিপীড়কের বিদ্বেষানল।
ভেঙ্গে ফেল সব দুয়ার অর্গল
তোমার মাঝে আছে সাহস অতল।
তুমি তরস্বিনী অশঙ্কিনী বিজেত্রী বিবি তারামন
আঘাতে করিয়া পারো করিতে বিরোধকারীরে দমন।
নহে কেবল তুমি মনোরঙ্গিনী রমণী
তুমি বীরা, কেশরিণী, রুদ্রবেশী রণরঙ্গিণী।
তোমার মাঝে লুকিয়ে আছে মাতঙ্গিনীর মাতন
জয় কর হে নারী জয় কর তুমি এই ভূবন।