মশা বলে ওহে সিংহ রাজ
লড়ব আমি তোমার সাথে আজ
ভাব আমায় পুচকে একটা মশা
যাবে মরে দিলে চড় কশা
চারদিক ঘুরে বোঁ-বোঁ করে
তাড়িয়ে দেবে দূরে গর্জন করে
আচ্ছা এবার এসো দেখি লড়ি
করবে কী আর, কামড়ে যদি ধরি
হুলে হুলে যাবে ফুলে গাল নাক
লাভ হবে না, যতই কর হাঁক-ডাক।
মশা এবার করলো শুরু কামড়
সিংহ বসে মারছে বৃথা চাপড়
লড়াই ছেড়ে সিংহ নিল মেনে হার
বলল, পুচকে মশার মুখে এতো ধার।
মশা এবার পড়ল ধরা মাকড়সার জালে
জালটা ছিল শক্ত বোনা গাছের আড়ালে
মশা এবার বলল কেঁদে একটা দামী কথা
মনে রেখো সবার আছে শক্তি দুর্বলতা।