ভ্যাক্সিন হাতে নিয়ে
অপেক্ষায়  ডাক্তার
এখনো কি ভাবছেন
ও সব কি দরকার?
যত বলি ভেক্সিনে
ভয়টয় নাই রে
তবু বলেন যাক না
ছয় মাস ভাই রে!
সব শেষে দেবেন বুঝি
হয়ে গেলে সবার
এভাবেই হয়ে যাচ্ছে
দিন রাত পার।
তুমি ভাই দেও আগে
আমি দিব পরে
এরকমই চলছে
প্রতি ঘরে ঘরে।
কেউ বলে ছয় মাসে
হবে রোগ প্রতিরোধ
বাকী সময় কী যে হবে
জিজ্ঞাসা আর অভিযোগ।
কেউ বলে আছি ভালো
কাজ নেই ঝামেলার
হাত ফুলে জ্বর হলে
পাবো কোথা ডাক্তার?
এখন তো করোনা
যাই যাই করছে
খুব বেশি লোকজন
কোথাও না মরছে।
ইমিউনিটি হয়ে গেছে  
এসব চিন্তা মগজে
পেয়ে গেছে আসলে যে
টিকাটা সহজে।
শুনুন ভাই দেশবাসী
দূর করুন সংশয়
নিশ্চিন্তে টিকা নিন
নেই  তাতে কোনো ভয়।
করোনা যে হয়ে গেছে
জীবনের অংশ
টিকা তাই নিতে হবে
বাঁচাতে যে বংশ ।
করে ফেলুন সুরক্ষিত
পরিবার পরিজন
নেন দ্রুত ভেক্সিন
বাঁচবে জনগণ।
তর্কের খাতিরে
খালি করেন গো তর্ক
একসাথে করেন কাজ
হবে দেশটা স্বর্গ।
মাহমুদ লতিফ
০৬।০২।২০২০