বুকের ভিতরে থাকে আকাশ !
মেঘের পাহাড় নিয়ে ঘুরি যে অরণ্যে ,
সে তল্লাটের পৃষ্ঠায় পৃষ্ঠায় দিনরাত্রিরা আছে
নিখোঁজ ।


এই পৃথিবী আমাকে দিয়েছে অসংখ্য অভাব -
সুখের অভাব, দুখের খোয়াব , ভালবাসার সদ্ভাব
আর অফুরন্ত চাহিদার খড়কুটো ।
শহর থেকে গ্রামে, সবখানে ঘোরপাক
খাচ্ছে শুধু একটি দোলনা ।
তাই তোমার হৃদয়ে বাজে আমার নিশ্বাস, এক নদী বহমান ।