কষ্টের রঙে করছ কেনো-
রঙিন হৃদয় কালো?
জানলা খুলে বাইরে দেখো-
মিছিল নিয়ে আলো।


সাতরঙ্গা রং মিলে সাদা-
করবে তোমায় রঙিন।
মানব নামের দানব কে সে?
করে তোমায় মলিন।


মাটির দেহের সাধ্য কিরে?
দিবে সোনার হৃদয় বাঁধন।
দেহের শিকল ছিঁড়ে তুমি-
কর আলোয় অবগাহন।


ভেঙ্গে দাও কালোর পাঁজর,
পাবে তুমি আলোর আদর।
যাবে যেদিন জীবনের অন্তে,
হবে তোমার আলোর কবর।