জাগে, কেউ জাগ নীল আন্ধকারে
থাকে, কেউ থাকে স্রোতের প্রতিকূলে
সবাই পড়েনা, কেউ পড়ায়
সবাই পড়েনা, কেউ কেউ লেখে
তাতেই হবে ৷
যুদ্ধ হতে সবাই ফেরেনা, কেউ পালায়
যুদ্ধের সময়
সবাই পালায়না, কিছু লোক আস‍্ত্র ধরে
তাতেই হবে ৷
কলম হাতে সবাই কবি নয়
সব কবিতা নারী ভিত্তিক নয়
ব্যতিক্রমের জন্য আলাদা পরিসংখান হয়
কেউ প্রমান ছাড়া সত্যও মানবে না
কেউ প্রমান পেয়েও সত্য পায় না
এতেই হবে ৷ কারন জাগে
কেউ নীল অন্ধকারে জাগে
শাকিল -17.06.2014