তোমার কাছে বাইশটি শ্রাবণের দাবী আমার
কতো অবহেলা কতো অযত্নে পার হলো এতোগুলো বছর
প্রতিবার মুখ বুজে সীমা অতিক্রম করেছে মনের দেয়াল
বৃষ্টির ছিঁটে পর্যন্ত ছোঁয়নি আমার বৃষ্টিবিলাসী দেহ
অভিমানে কতোবছর নিঃসঙ্গতায় কেটেছে খোঁজ নিলে না।
কই একবারও তো দুহাত টেনে নিয়ে গিয়ে বৃষ্টিতে ভিজলে না!
পুকুরের পাশে অযত্নের কদমে বাইশ বছর ধরে ফুল ফুটেই যাচ্ছে
কই একবারো তো আমার জন‍্যে কিছু কদম ছিড়ে আনলে না!
ভিজে ভিজে তোমার হাত ধরে নৃত্যের ইচ্ছে কতোদিন করেছি
আচমকা কোলে তুলে নিলে তোমার চোখে বর্ষণ দেখবার সাধ আমার প্রিয়।
অনেকদিন চোখেই শ্রাবণ নামিয়েছি, ভিজিয়েছি নিসঙ্গতার পাখা ঝাপটানি
আচ্ছা শ্রাবণধারায় সর্বাঙ্গে ভিজে কাপড়ে
লেপ্টে গেলেও কি তুমি একবারও তাকাতে না?
বজ্রপাতের ভয় আমার সামান‍্যই, খুব কম
তারপরও অন‍্যসবার মতো মিছেমিছি তোমাকে জড়িয়ে ধরতে পারলাম কোথায়!