ওহে এলোকেশী ঝড়,
হাত বাড়ালেই যখন, তবে দৃঢ় করে ধরো
তোমার চেতনার রঙে আলোকিত করো আমায়
ভুলেও ভুল বুঝোনা
বলছি তোমায়- ভুল করোনা
জনমের তরে ভুল হলে আর জনমে হবেনা দেখা।


মান করোনা
অভিমানের ভান করোনা
মান-অভিমানের খেলায় কখনো জয় আসেনা
বিশ্বাস করতে শেখো-
ভালোবাসাই দিতে পারে অমৃত সুখ
দিতে পারে অমরত্ব।


দূরে দূরে থেকোনা আর
দূরত্ব বাড়িয়ে কখনোই স্বপ্ন দেখা যায়না-
আকাশ ছোঁয়া যায় না
ঘনিষ্ঠ হও
নীলিমার রঙ থেকে রঙধনু এনে দেবো।


ক্ষণিকের বিচ্ছেদ ভুলে যাও
হৃদয়ের অতৃপ্ত কামনা মিটিয়ে নাও
মিলিয়ে যেওনা
মিলন তিথিতে মিলিত হও
আলিঙ্গনের উষ্ণতায় ফোটাবো শতদল।