লক্ষে অবিচল- বক্ষে ভরা বল
মুছে আখি জল- চলছে অবিরল
নব দিগন্তের সারথি ।


ক্লান্ত কেহ ঘুমিয়ে পরে
বীভৎস নাকের গর্জনে
সোয়ারির ধৈর্যের বাঁধ ভাঙ্গে
চলেছে অবিরল সারথি ।


সারথির পথে চলে অনেকেই
স্বপ্ন দেখে, হিম্মত করে ।


পথ হঠাৎ আধাঁরে ঢাকা
পথও খানিকটা বাঁকা
বিবস্ত্র হায়নারা হুহু শুরু করল
সারথিকে অভিসম্পাত করল সোয়ারি
সোয়ারির চোখে জল ।


লক্ষে অবিচল- বক্ষে ভরা বল
চলছে অবিরল সারথি ।।


পিছনে ফিরার পথ বন্ধ
নিশ্চিত মৃত্যুর পথে সোয়ারি
চিৎকার চেঁচামেচি শূন্যে হারিয়ে যাচ্ছে
কেঁদে অন্ধপ্রায় মনোবলহীন জাতি ।


একদিন আধাঁর কেটে গেল
অন্ধপ্রায় , মনোবল হীন জাতি
নব দিগন্তের প্রানে পৌঁছে গেল ।
আলোর ধাধানো ঝিলিকে
হাজারো মানুষের মিছিলে
কোথায় হারিয়ে গেল সারথি
পরে কেউ তার খোঁজ করেনি ।


কিছুদিন পর লোহার বাধানো কফিনে
সাদা কাপড়ে মোড়ানো লাস দেখা গেল
তার পরিজনের কাদে ।
শূন্যে হারিয়ে গেল সারথি ।।