বিষাদের মাঝে আগমনী সাজ
খিল খিল করে হাসছে আকাশ
আবির ছড়ানো আসমানী রঙে
নীলিমায় ভরা দীঘিটাকে রাঙে
শ্বেত শিউলির চুম্বনে মাখা
বিছিয়ে দিয়েছে সোহাগের পাখা
প্রতি শ্বাসে যেন জুঁইয়ের গন্ধ
পায়ে পায়ে বাজে নূপুর ছন্দ।
লজ্জাবতীর রাঙা মুখখানি,
দেখে মনে হয় ভারি অভিমানী
স্পর্শতে তার শিথিল বাহার
পুলকিত হয়ে চায় বারেবার।
আকাশে বাতাসে ভোগের আয়োজন
যেন খুব চেনা মায়ের স্পন্দন
খুব ভালোবাসি মা তোমাকে
তোমার আঁচলে তাই মাথা রেখে
বিষাদের মাঝে শান্তি কুড়োতে
তাই মা এসেছি তোমার দোরেতে
তুমি ফিরিয়ে দেবেনা আমারে জানি
সেই ভরসায় তোমারে মানি।