শীতের গভীর যখন সবে উষ্ণ তার জন্য-
দ্বিধাগ্রস্ত আলিঙ্গন যখন হিসেব সরিয়ে এমনতর দৃঢ়;
অনেক মৃত নক্ষত্র আলো সরিয়ে সরিয়ে,
যখন ধ্রুবতারা হাতছানি দেখে নীল ইচ্ছের দল-
কেন তুমি আগলে রেখেছ পথ বৃদ্ধ কালপুরুষ;
সম্বলহীন এ পথিক যুক্তি মুক্ত বে-কৈফিয়ত-  
যেতে দাও- যেতে দাও একবার বয়ে যেতে!  
বন্দী করো না তাকে প্যাঁচানো দড়ির ফাঁসে;
ফন্দি ফিকিরে,অকারণ ব্যাকরণ মায়াজালে।