রাত্রি বাড়ছে ধীরে-
পৃথিবীর চোখে ছাইছে ঘুমের মায়াজাল;
মৃত্যুর মত নেমে আসছে নিস্তব্ধতা !
অমবস্যার খোলা আকাশে নক্ষত্রের আলোক শয্যা-
জানি সে আলো কখনো পৌঁছবেনা আমার কাছে,
তাই নিশ্চিন্তে বাদুড়,প্যাঁচাদের গমনাগমন!
আমিও ওদের সাথে রাতের নিশাচর সাথী,
বেশ নিশ্চিন্ত লাগছে বিপরীত পথে,
সিগরেটের একমুঠো ধোঁয়া পাকস্থলী ঘুরে
কি যেন কি খোঁজার জন্য কুণ্ডলী পাকিয়ে,
মিশে যাচ্ছে রাত্রির বুকে।
ঝিঁঝিঁদের পাঁচমিশেলি সুরে সৃষ্টির উল্লাস,
ঘুমন্ত পৃথিবীর পথ ছাড়িয়ে-
আমি হাঁটছি শুধু একা এক জীবন্ত লাশ।