এ অগম্য গভীরতা; অদৃশ্য গহীন গুহা পথ!
অন্য কিছু নয়;তোমায় আমায় ছেয়ে থাকা-
ঈশানী মেঘের ভিতর লুকানো শুধু ঝড়ের আয়োজন!
এ প্রকাণ্ড হিমশৈল আর জমাট নীরবতা-
অন্য কিছু নয়;তোমায় আমায় ঘিরে ধরা ইচ্ছে আঁধার,
যে পথে হাঁটতে চেয়ে গড়েছি এমন দুর্লঙ্ঘ্য ব্যবধান!
দৃষ্টির বাইরে দৃষ্টি ফেলেও,মেলেনি কোথাও উপকূল;
ও অন্য কিছু নয়;বানভাসি চোখের পাতায়;
অতীত ছায়া ছুঁতে চাওয়া করুণ আর্তি শুধু!
জিততেই হবে ভেবেছ তুমিও যেমন;
মাত করে দিতে চেয়ে আমিও থামিনি কোথাও!
আজ পরাজিত তুমি,আমিও জিতিনি কোনভাবে!
বেঁচে থাকার শত সম্ভবনা আজ গ্রহণের গ্রাসে;
জেদের মুষ্টিতে যা কিছু হারিয়েছে প্রাণ;
দেখ ওই দৃশ্যান্তরে তারা হাসে বিদ্রুপ হাসি,
ওই দেখ তারা ফিরছে উল্কা বেগে জবাব নিতে-  
ঝাঁকে ঝাঁকে ছোটে বিষবাণ, নীল হয়ে ওঠে কলরব;
কেমন বোকা বনে গেছি দেখ উত্তরহীন এ রণাঙ্গনে  
নিষ্পাপ ছড়ানো শবের মাঝে,
বোবা প্রতিপক্ষ আজ তুমি আমি-
জেতার ঘোরে পণ রেখে গেছি সব একে একে;
হারিয়ে দিতে চেয়ে হেরে বসে আছি দুজনেই-
লাশের মিছিলে জীবন্ত লাশ যেন-
শেষ যুযুধান হয়ে বেঁচে আছি শুধু বেঘোরে।