ঝাপসা হয়ে আসছে পৃথিবী,
জানালার ওইপারে রাত্রি নামছে ঝমঝমিয়ে
ঘনকালো,গভীর কালো শরীর নিয়ে;  
এবার মিথ্যে স্বপ্ন বিলানোর ধুম যাবে পড়ে;
যতসব সর্বনাশী আমন্ত্রণ টেনে টেনে নিয়ে যাবে;
জোনাকিরা শরীর পোড়াবে-
ঝিঁঝিঁদের চিৎকারে আগুণ জ্বলবে-
নিশাচর দৃষ্টির ঝাপটানো ডানা,
আর রক্ত ঝরবে রাতকাণাদের চোখে!
খিলখিলিয়ে হাসবে অশরীরী সময়-
অর্ধক্লিষ্ট জীবনের দুর্দশা দেখে
কবিতার বই আর সিগেরেট ধোঁয়া
অভ্যাসে আঁকড়ে জেগে থাকা রাতে;
তবু উপভোগ শুধু ক্লান্ত স্বাধীনতা,
কি যেন কি খোঁজার ছলে।