বিদ্রোহ করার জন্য কিছু দাবী চাই-
বিদ্রোহ করার জন্য বেশ ক বার ঠকে যাওয়া চাই,
বিদ্রোহ করার জন্য প্রতারিত হওয়া চাই,
তারপর বেশ কিছু জমানো বিদ্রোহ জড়ো করে
বিপ্লব আনা চাই।
বিপ্লবের মধ্য দিয়ে কিছু পরিবর্তন আনা চাই,
পরিবর্তনকে পরিমার্জিত করার জন্য আবার বিদ্রোহ চাই,
হয়তো আবারো বিপ্লব চাই!
এসব করার জন্য কিছু মানুষ শুধু জন্মেই চলে,
আর কিছু......ডালের তলার সবেতেই
সব আদ্যপান্ত জিভ বলানোর সুযোগ পেয়ে যায়,
তারাও অবিশ্রান্ত জন্মে চলে,
শ্রেণী বলতে পৃথিবীতে মাত্র এই দুটো,
যারা একটু আধটু গোঁফ-খেজুরে টাইপ
তাদের নাহয় বাদই রাখা যাক।
তবে ঈশ্বর এদের গোঁফটাই শুধু
যত্ন করে এমনভাবে বানিয়েছেন!
বিদ্রোহ বা বিপ্লব যাই হোক,
দু একটি খেজুর এখানে আটকে যাবেই,
তাতেই এরা বেজায় খুশি।