লাটাই সরিয়ে রেখেছ অবহেলায়
নকশাকাটা ধোঁয়ার প্যাঁচানো চিত্রে
ভরিয়ে ফেলেছ ফুসফুসের সকল খানাখন্দ!
উড়িও না ঘুড়ি আর আকাশের পানে,
আকাশের নীল যৌবন, সে তোমার জন্য নয়!
সেও ভাবে তার শরীর ব্যাধিহীন থাকুক চিরকাল
অনেক ভারী ভারী মেঘ সরিয়েছে সে অহরহ
ঈশানের,পূবের,শরতের,বর্ষার
এমনকি অসময়ে উঁকি দেওয়া অসংখ্য মেঘের!
তারপর তার গোপন অভিসার-
নিবিড় আলিঙ্গন
চাঁদ তারা সূর্যের শরীর ছুঁয়ে।
তবু সামর্থ্যহীন ক্ষুদ্র রঙিন উড়ান উড়িয়ে
বিমূর্ত মত্ততায় দুহাত তুলে
বন্ধ চোখের তারায় মিথ্যে স্বপ্নের ভিড় জমাও-  
বিলাসী এসবের দায় আকাশের নেওয়ার কথা নয়!
নেবেওনা কোনদিন,
নীল ছুঁতে চেয়ে তোমার অযাচিত উপস্থিতি
একদিন তাই যাবে ফিরে, যাবেই ফিরে।
মাঞ্জা লাগানো সুতোর ভরসা
যে মোহ জাগায়,যে স্পর্ধা নিশ্চিন্ত করে তোলে
সে বোকামো বা চালাকি দিয়ে,আর যাই হোক
গভীর সে আকাশনীলে মিশে যেতে চাওয়া
নিতান্তই ধৃষ্টতা।
তার চেয়ে দুচোখ ভরে নাও স্বপ্ননীলে,
দুচোখের পাতা মেলে।