আলোদের বৃষ্টিরা ভালো,
ফুল ফোটা ঘুমিয়েছে রোজ-
এলো ছেলে যেই না তাকালো,
কালো মেয়ে ফুরিয়েছে রোজ।


কাগজের গৃহদিন ভাসে,
নদী,ঝড় ধুলোবালি সই-
তালপাতা ঝাউবীথি পাশে,
আধ ঠোঁটে আগুন অথই।


তবুও তো শালবন ডাকে,
আমি তুমি ভীষণ আনাড়ি-
গ্রাম মাঠ দূরে পড়ে থাকে,
ফিরে যায় মহুয়ার বাড়ি।


মেঘ জাগা রোদ্দুর জানে,
অভিমান কতটা সঠিক-
তুমি বোঝো নিমছায়া মানে,
আমি লিখি আদরের দিক।