স্থবির সময়, রোদপলাশে আকাশ লাল
বিকেল হলেই স্লোগান দৃঢ়, পাল্টা স্রোত,
ছাত্রমিছিল, চাকরী পাওয়ার শপথটা
পায়ে পায়ে উলগুলানে আগুনজোট।


পিঠ সয়েছে রাষ্ট্রদ্রোহের অবজ্ঞা
দেওয়াল জুড়ে খোদাই করা ভগত সিং,
লড়াই ছোটে রাস্তা জুড়েই অগত্যা
বেনামখাতেও লাশ জমেছে অগুণতি।


বন্ধু এসো আলতা-তুলির স্লোগান হোক
বসন্তদিন রাঙিয়ে উঠুক তর্জনি,
ম্যাপতালিকায় মদ ঢালা থাক আকণ্ঠ
এই না হলে, রূপকথারও অর্থ নেই।  


অসঙ্গতির বদল আসুক, (এ) বসন্তেই
শাসকভীতি, নিয়মনীতির রজঃস্রোত,
প্রশ্নবোধক 'দেশদ্রোহী'। অজান্তেই,
অগ্নিমুখর ইস্তেহারের কন্ঠরোধ।