একখণ্ড কলঙ্কমুখ কাঠ
পলাতক ভোর ছুঁয়ে দিলে
পুড়ে যায় অদ্বিতীয় ব্রহ্মের আড়ালে থাকা ঘুম।
এলোমেলো শব্দসন্ধানে রাতভ্রষ্ট কবি
যদি হঠাৎ লিখে ফেলে
প্রেম মানে আয়নাদেহী মরীচিকার নির্যাস..
তবে রহস্যের বুকের আগুন ছাই হয় রোজ।
এরপর-
নিশ্চিত বৃত্তমুখী সুড়ঙ্গের ঘরে আসর বসবে মাৎসর্য্যের।
বাকি পঞ্চ রিপু কালপথে একে একে বিছিয়ে দেবে পুঁজি ;
তারপর দরদাম হেঁকে মারণাস্ত্রে ঢেকে নেবে হুঁশ।
কেউ তো বল - কবিদের ঘরে ফুটো পয়সাও নেই -
ভাঙতে ভাঙতে ফুরিয়ে গেছে দু'টুকরো ফুসফুস।