এই দ্যাখো ঠিক তুমুল বিস্ফোরণে
এই দ্যাখো মন তোমার গায়ে ক্ষত..
হিমানীকণা কাজল দিও ফোঁটা
অন্য তারা নীলচে অবনত।


এই তো দ্যাখো ফোনের অপেক্ষায়
একটা দুটো সন্ধ্যে পুড়ে খাক।
আমার শহর দগ্ধ চেনে পালক -
তোমার মাদল একলা পুড়ে যাক।


কালকে যদি কলেজস্ট্রিটের পাশে
বসন্ত ফুল হঠাৎ আসে, লাল।
রুমাল শুধু রঙের কথা জানে
ভাঙন চেনে ভাঙার আয়ুষ্কাল।


একটা খ্যাপা এসব বলে আমায়। পাগলপ্রলাপ কেনোই বা আর ধরি।
একটা দুটো ট্রেন ফিরে যাক ঘরে, অরণ্যমন প্রেমের হাতেখড়ি।