বসন্ত সুখ কৃষ্ণচূড়ার কালে
ডাক পাঠালো কবির লেখা ভাষা-
বৃষ্টিপাড়ায় লজ্জা রাঙা লালে
আনকোরা দিন নিবিড় কাছে আসা।


তারপরে যা হওয়ার ছিলো জানি।
গভীর ছিলো তোমার দেহের ওম,
প্রেম মানে রোজ রোদের কানাকানি
আগুন তাপে গলতে থাকা মোম..


এমনভাবেই পদস্খলন আসে,
তেমনভাবেই আদর ভাঙে সীমা,
ভুল হয়ে যায় হিসেব ভাঙা মাসে
ক'জন বোঝে মাদল মধুরিমা?


ধিতাং বাজে মন্ত্র ছুঁলে আমায়
তন্ত্রীতে রোজ সেতার বাজাও তুমি।
হোম জ্বলেছে, কে আর তাকে থামায়!
মন্দমউল আজকে মনভূমি।


ভুল করে রোজ তোমায় ছুঁয়ে দেখা
এক পৃথিবী চুম্বনে বানভাসি।
পড়ন্ত রোদ উষ্ণতা ছোঁয় একা,
আমরা দু'জন বিপদ মেখে আসি।