অবাক হয়েছো ভারি। আসলে
তোমার কোনো দোষ নেই। এমন তো
মানুষ মাত্র হয়।
যূপকাষ্ঠ হাঁ করে থাকে।
বিন-মেহমান মন প্রেম চেয়েছিল বুঝি?
সুখ ভেঙে নিয়ে গেছে ঘাতক আকাশ।
নিথর ইতিপর্ব থেকে..
খাল জলে ভেসে গেছে শান্তিকামী লাশ।


তোমার কোনো দোষ ছিলো না।
এমন তো মানুষ মাত্র হয়।
প্রচণ্ড হাঁ আকার ঠেলে যদি উঠে দাঁড়ায় সংশয়,
তাহলে রাজপাট পেছন ফেরে,
তাহলে কবন্ধ ঘোরে ইষ্ট সংসার।
তুমি শুধু মুখোশ হয়ে যাও,
তুমি শুধু বেছে নাও বন্ধকী আহার।


এসব মনে রাখতে নেই।
এমন তো মানুষ মাত্র হয়।


কে তবে আহত হল,
কার দেহে থেমে গেল শ্বাস?
ওসব কবিতা ভাবুক,
মৃত্যু এসো.. ধুয়ে ফেলো নিহত পলাশ।