আমার আবেগের শেষ সীমানা তুমি,
অনুভূতিদের কি অনায়াসেই না গেঁথেছো এ শুষ্ক অলিন্দে!
আমি যখন একলা পথিক এ পাতাঝরার মরসুমে,
তোমার স্নিগ্ধ আবেশ সিক্ত করে এ মন অক্লেশে।
তুমি যখন নিজের জগতে, ব্যস্ত অন্য জাগতিকের সাথে
আমিও তখন আমার পৃথিবীতে, করি ব্যস্ততার অভিনয়।
তোমার ব্যস্ততারাও থামে অবক্ষয়ের অবশেষ মুহূর্তে, তথা আমার অভিনয়ও সস্তা হয় আত্মাদ্বয় একাত্ম হলে।
সংশয় যখন প্রতি পদক্ষেপে, আবেগ সকল বিপত্তিকে তোয়াক্কা করে অনায়াসভঙ্গিতে।
এখন দুই প্রান্তে অপেক্ষারত ভিন্ন দুই অলিন্দ জিজ্ঞাস্য একটাই,"মিলন হবে কতোদিনে মনের মানুষেরই সনে"