বাবুই পাখির বাসার মত
ছোট্ট একটি বাসায়
থুরথুরে এক বুড়ি,
কথায় কাজে জুড়ি নাই
খায় শুধু গুড়-মুড়ি!


বয়স তার পাঁচ-কুড়ি এগার,
ছেলে-পুলে,নাতি-পুতি পগারো
তবু বুড়ি আছে বেশ
সরকারি অফিসের নিচে কায়-ক্লেশ।


প্রতিদিন জোটেনা খাবার
চাঁদের জোছনায় গোনে
সময় যাবার.....
গুনে গুনে গগন পানে
দু হাত তোলে খোদার আরশ টানে।
নয়ন নীরে পতি স্মৃতি জাগে
সেই কবে, বাহুডোরে তার
রঙিন স্বপ্ন লাজে।


সোনালি দিনগুলো ভুলে
আজ নিঃসীম ব্যথা জাগে।
অবিনাশী কতকথা
হৃদয়ের পরতে পরতে গাঁথা,
রাশি রাশি স্মৃতিমালা
রাজশিক ছিন,
গুলিয়ে যায় ক্ষুধার বাষ্পে
কোন কোন দিন।