ঐ নীল শাড়ি আর নীলাঞ্জনা
  কী অপরুপ রুপের ব্যঞ্জনা!
যেন স্বর্গের পরি,
  আমার নয়ন জুড়ি।


আকাশের নীল যত দূর
তুমিও তত দূর আজ,
যোজন যোজন মাইল দূরে।


সেই সে দিন,যে দিন শেষবার তোমার প্রণয়
আমায় ভাসিয়ে ছিল স্বর্গীয় সুখে
তারপর আর ফিরে তাকাওনি একটি বারও
কী যেন কি অসুখে!


হয়ত ইচ্ছায় নয়ত অনিচ্ছায়
আমার অপারগ ব্যর্থতাকে দুষে,
দু'ফোটা অশ্রুজল নিয়ে
হৃদয় ভাঙ্গার তোলপাড়কে চেপে রেখে,
সেজেছো ঘরনি পার্বতির ন্যায়।


আমি দেবদাস বলবনা আমায়
কেননা সে উচ্চতায় কখনও
নিয়ে যেতে পারবনা নিজেকে।
তবে যদি কখনও
খবর পাও,আমার অগস্ত যাত্রার
পারুর মত তুমি জ্ঞান হারিওনা।