উষার আলোয় রাঙা হলো ফাগুনের আকাশ,
রক্তমাখা পলাশ শিমুল লিখছে ইতিহাস।
মায়ের ভাষা কাড়তে চায় হায়েনার দল,
বাঙালির বুকে জ্বলছে আগুন করছে-যে টলমল।
ফাগুনের সকালেতে লাল সূর্য ওঠে
পুলিশের গুলিতে বাঙালির বুক ফাটে।
"রাষ্ট্রভাষা বাংলা চাই" বজ্রকণ্ঠে বাজে,
ছাত্রদের লাল রঙে রাজপথ সাজে।
বাংলা পেলো অধিকার, ঘুচলো অন্ধকার,
ভাষার যুদ্ধ জয় করলো, বাঙালি বারংবার।
ভুলবো না সেই শহিদের, অমর গাথা রবে
"ভাষার যুদ্ধ" ইতিহাসে, স্বর্ণাক্ষরে লিখা রবে।