ঈস্পিতা,
তুমি আজ বড্ড বেরসিক,
করন, তোমার এখন রসিকতার সময় কই!
তুমি তো এখন সংসার নিয়ে ব্যস্ত।


অথচ মনে কি পড়ে,সেই দিন গুলোর কথা।
ওই মেঠো পথ ধরে, কত হেঁটেছি  দু'জনে।
বাদাম চিবিয়েছি হাতে হাত ধরে, রমণা'র বটমূলে।


জানালার ও পাশে, ই জি চেয়ারে বসে
রাতের আকাশ দেখতে আমায় জড়িয়ে।
কি যেন এক অনুভূতি দোলা দিতো হৃদয়ে
একমাত্র মন-ই জানতো সবিনয়ে।


ও তো মন,
মন কি আর ভাষায় কথা বলতে পারে,পারে না।
না পারা কথা গুলো হৃদয় কে ক্ষত বিক্ষত করে
আগুনে পুড়ে ছাই চাপা দিয়ে,নিজেকে নিলাম গুটিয়ে।


বন্ধুত্ব, যার নামের সাথে মিশে আছে কিছু শব্দ,
স্নেহ,মমতা,ভালোবাসা আর কিছু ত্যাগ।
কি জানি, আমার কোনটা ছিল!
তবে বন্ধুত্ব  থেকে যে ভালবাসার উৎপত্তি
সেটা আমি হারে হারে অনুভব করেছি।


বন্ধুত্বের বিশ্বস্ততা'র ভারে
ভালবাসা নামক কথাটি মনের গভীরে চাপা দিয়ে
নিজে পুড়েছি আর তোমাকে ও পুড়িয়েছি।
আজ তুমি সুখে আছো জেনে, আমি ও সুখী।।