কিছু নরম মননের সাথে বেড়াতে বেরুলেন আমার 'আমি'।
বলে গেলেন আসি। ততক্ষণ বিশ্রাম করো।
মস্তিষ্ক ব্যাঙ লাফানো, ঘোড়া দৌড়ানো বন্ধ করে বিশ্রাম নেয়।
নোনতা একফোঁটা  অশ্রু অবাক হয়ে চোখের কোনে আটকে যায়।
লোমকুপ বেমালুম ঘর্মাক্ত শরীর জুরে আচ্ছাদিত হয়।


'আমি'ও তখন উল্লাসে হিমালয়ের পর হিমালয়
আল্পসের পর আল্পস ডিঙিয়ে মননের আকুলতায় খেই হারান।


পেঁজা তুলোর মনন তার সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে থাকেন 'আমি'কে।


মুহুর্তে পার হয়ে আসে দশক শতক ধরে অক্লেশে বয়ে চলা নদ-নদী সাগর-মহাসাগর।


চোখে জলের ঝাপটা এসে লাগে।
হতবুদ্ধি হারিয়ে চেয়ে দেখি সক্কলে তারস্বরে হা হা হো হো করছেন।


আমিও ঘাম মুছে, চোখের কোনে আটকে থাকা অশ্রুবিন্দুকে মুচকি হেসে স্পর্শ করি।