রিক্সায় পঁক পঁক সাইকেলে ঠন ঠন
বয়রার উড়ে সবই হাওয়া দিয়া শন শন


মুখতুলে কেহ যদি আকাশের দিকে চায়
সাইকেল রিক্সাই শুধু সেথা দেখা যায়


সাঁই সাঁই বেগে ধায় ক্রিং ক্রিঙী সাইকেল
ধাক্কাটা লাগিলেই ঘুঁচিবে সকল খেল


পাঁচডোবা মোরে কাল ভয়ানক কান্ড
সাইকেলে রিক্সায় ধাক্কা প্রকান্ড


চাল ভেঙে আটখানা মুদির দোকান
গাঁটকুল বাদশার ভাঙে হাত খান


বুড়ো বুড়ি লয়ে এক রিক্সা সেদিন
ডুবিল যে পালঝিলে বাঁচার আশা ক্ষীণ


মিটিং হইবে আজ মোদের এই বয়রায়
সাইকেল রিক্সা উড়িবেনা আর হেথায়


শুনিয়া অশ্রু নয়ন হইল সকল
সাধের যানবাহন হইবে বিকল


সকলের দুখ দেখি মাঠে নামি আমি
কহিলাম যানজটও পথে হয় জানি


পথচারী রাস্তায় নির্ভয়ে চলে আজ
যান যদি চলে পথে কপালে পড়িবে ভাঁজ


বিপদ বাড়িবে আরো চিন্তা সবার
আনাড়ি যানের তরে প্রাণ বুঝি গেল তার


আর কোনও যান নেই আমাদের বয়রায়
যানজটে কতো মোলো দেখে এস ভূধরায়


তার থেকে ভাল হলো বাতিল আনাড়ি যান
বন্ধ করো হে সবে সাঁই সাঁই পালোয়ান


ধ্বনি ভোটে হলো জয় অধমের প্রস্তাব
উড়িল সাইকেল আর রিক্সাও সাথে থাক


ভূধরার বাঙালি শুনিয়া এ ছড়াখান
মস্করা ভাবিয়া যদি বা তফাতে যান


অধমের কথা শুনি থাকিবেনা ধন্দে
হাজিরা বয়রাতেই কোনো এক সন্ধ্যে


থাকিও সাতটি দিন মোদের এই বয়রায়
নিজ চোখে দেখে যাও কখন কি ঘটে যায়