সদ্যোজাত চন্দ্রবিন্দু সক্কলে আজ খেলতে বসে পোকার
ভাগ্যবানের ভাগ্য ঘোরায় রাজনীতিবিদ-চিটফান্ডের হকার


ধর্ম বেচেই রাজনীতি হয়, কলটি তাহার বাতাসেতেই ওড়ে
চিটফান্ডের হকার দেখায় ছেঁড়া কাঁথার স্বপ্নটা ফুরফুরে


মূর্খ গেঁয়োর টাকা মেরে গৌরী সেনের মতোই পথে চলি
গতকালের শুকনো মুড়ি আজকে যেমন পাঁউরুটি আর জেলি


সপ্তা ঘুরে হপ্তা আসে,  ঘ্যাম বেড়ে আজ ব্রেকফাস্টের হ্যাম বার্গার
সঙ্গি জোটে ফিল্মি-রাধা সঙ্গে কিছু রাজনীতিবিদ-হকার।


এখন থেকে ভাত খাবো না পাঁচতারাতে ডিনার খাবে পুলিশ
দিদিভাই এর ছবি কিনেছি; বঙ্গ এখন আমার বাগের মালি


আজকে "তৃণ" ফুল দিওয়ানা আখের গোছায় হারায়ে সব দিশে
হোলটাইমার রাধা ছাড়াও অর্পিতা আর শতাব্দীরাও কাঁখের আশেপাশে


হঠাৎ হাটে ভাঙল হাঁড়ি, ভারত ভ্রমণ..... সঙ্গিনী সেই রাধা
পটল তোলে চন্দ্রবিন্দু,  ওপেন হলো পোকার খেলার ধাঁধা


হকার গুলোর চাকরি গেল (তবু) কমলো না তো ফাইভস্টারী রোয়াব
ধুমপায়ীরা তোল্লা পেল,  সামলে গেল, মুখ্খু-গেঁয়োর খোয়াব


বাতিল হলো হ্যাম বার্গার শুরু-জীবন হাজতবাসের দিকে
অন্য সেলে বন্দী রাধা শুকনো রুটির আঁকড়ে সত্তিকে


রাজনীতিবিদ হকারগুলো এবার সবার সামনে এলো পড়লো ধরা বিদুর
ফাঁদ পাতিলেন সমস্তটাই ইডি এবং সি-বি-আই কিন্তু ধরেন ইঁদুর


টানিলে কান মাথাও আসেন, আসেন এবং জেরায় বসেন ধর্ম ধোয়া রকে
তবু, পাড়ার মোর টু স্কোয়ার মানির অসততার সৎ-বানী দৃশ্যত ঝকঝকে


মুখ্খু-গেঁয়োর ইনভেস্টে দুই মিডিয়ায় বেশ মেতেছে স্বার্থপরি খেলায়
হেঁসেল ঘরের খবর এনে দেয়াল একটা দিচ্ছে টেনে গুরুতে আর চ্যালায়


ধুশ্শালা- সব ফালতু, ওসব ধান্দাবাজির বান্দা আমি নই
পুকুর শুষে বোয়াল আনুক, আনুক সকল রাজনীতিবিদ-কই


দিনের পরে দিন যে যায় একইরকম বৈশাখে-আশ্বিনে
ঝুড়ি ঝুড়ি মিথ্যে ওয়াদার বমি হলো একটা পাঁইট জিনে


রেজাল্ট তো তাই, হকার গুলো সকাল থেকেই চালায় ঢুকুঢুকু
ব্যাঙ পালাল ছিপ হাতিয়ে, টিভিতে আজ ঠ্যাঙ তুলেছে কুকুর


আমি কিন্তু খুব ঘুমোচ্ছি,  দু’চোখে আজ খসছে রঙিন তারা
ঘুমের ভেতর মুখ বাড়াচ্ছে ডজন খানেক খাপছাড়া চেহারা


লাইফ আমার দিলদিওয়ানা, সাবধানীদের পেছন পেছন থেকো
দেখবে,  গৌরী কিমবা সুদীপ্ত সেন, ট্যাঁকের টাকায় কখনো বাঁচেন-নাকো!