তোমার মতন সুখের গৃহে না জানি কাহার বাস
রঙিন বলয় কাটায়ে তাহার আঁকিছ আলপনা
সদ্যোজাত দৃষ্টি দিলেন আগাম পরিহাস
তাহার মতন সকলই দিবস-রাতির কল্পনা


এরূপ ভিন্ন মেঘবলয়ের স্বপ্নে দড়ি-পাখা
খাসতালুকের মধ্যমাও শুন্য মরুভূমির
রক্ত ঘামে ভিজেছে গ্রামের বৈরী নীরবতা
আমার পথের পথিক আজও নবীন রাতের তুমি


ওষ্টে নিথর বাক্য খেলে সাবেকি-ডাংগুলি
কিশোর-হৃদয় জ্যোৎস্না রাতের অমোঘ মৌনোতা
পদ্য রেখে বুক পকেটে সুনীল গাঙ্গুলীর
ঘাম মোছা সেই গায়ের কাছে গা ঘেঁষে কোলকাতা