তোমার ফোঁটা যখন পড়ে ওই ঘাসের আগায়
লুটিয়ে পড়ো এই মাটির মায়ায়
ছেলে যেমন জড়িয়ে ধরে তাঁর মাকে,
তুমিও ঝরে পড় এই মাটির বুকে।
ভয়ংকর আকাশে কালো মেঘের হাসে ,
তুমিও হাসো সবাইকে ভিজিয়ে,
তুমি যখন ঝরে পড়ে ঝিরঝির করে
ভালো লাগে ঐ রুপ দেখতে।
সবাই আনন্দে মেতে উঠে তখন,
আঁকড়ে ধরে তোমার রূপকে।
কখনো আবার বন্যায় সবকিছু
ভেঙে দাও তুমি এক নিমেষে,
তখন তুমি বোঝনা ওগো
বোঝো না সবার ব্যথা?
হারিয়ে যায় তারা ওই স্রোতে
তোমার ওই রাগিনী রূপে,
পারো না একটু শান্ত হতে?
শোনো না তাদের প্রার্থনা?
ওগো বৃষ্টি, শান্ত ধারায় বয়ে চললে
তোমায় লাগে ভারী মিষ্টি!
মানুষের যেমন আছে ভালো মন্দ গুন
তেমনি রয়েছে তোমার মধ্যে।
সূর্য সোনা রোদের কিরণে
ঝরে পড়ো তুমি মিষট ভাসে,
তেমনি অনেক আনন্দের মাঝে
জল চলে আসে মোর দু চোখে।
তুমি শিখিয়েছো সুখ দুঃখ সবার জীবন সাথী
দুঃখ বেদনা ভুলে গিয়ে সবাই থেকো হাসিখুশি।
জন্মেছে আমি হাসি কান্না দিয়ে
মরবো আমি সুখ দুঃখ নিয়ে,
আমিও হবো তোমার মত
তোমার রূপে আমি মাথা নত।