তুমি বললে আমি সত্য
আমি বললাম না আমি।
এরূপ কত তর্ক হল,
বোঝা গেল না তো বুকে সত্য।
আকাশ বলল আমি সত্য
আমি সীমাহীন, শান্ত মাখা।
ঝড় বললো আমি ভয়ংকর,
কাঁপে পৃথ্বী ভয়ে থরথর।
বাতাস বলে আমি কখনো
দুরন্ত বা শান্ত মিষ্টি মধুর।
দূর হতে বলে বিদ্যুৎ
আমি চমকাই সবার মন।
পাহাড় বলে আমি উচ্চ
সবার উপরে আমি সত্য।
বৃষ্টি বলল আমি মিষ্টি
সবার সত্যের অপরূপ সৃষ্টি।
সূর্য বলে আমি উজ্জ্বল,
উত্তাপ আমার সত্যের সম্বল।
বৃক্ষরা বলল আমরা সত্য
আমরা ছাড়া প্রাণ অসমাপ্ত।
এসব শুনে বললাম শেষে,
প্রকৃতির সব সত্য এ দেশে।
এদের সততার কারণে সবাই,
বেঁচে আছে আজ এই পৃথিবীতে।