বৃষ্টি ঝরে চোখে খুকুর
বৃষ্টি ঝরে ওই
মায়ের কোলে খোকোন ঘুমায়
খুকু গেল কই?
্খুকু বুঝি পুকুর পাড়ে পাড়ে
বাসন মাজে ওই
বৃষ্টি ঝরে চোখে খুকুর
বৃষ্টি ঝরে ওই।
খোকোন সোনা চাঁদের কনা
মেটে তার বায়না
খুকুর ভাগে গরু গোয়াল
সবার কাছে ফেলনা।
খোকোন বুঝি রাগ করেছে
ভাঙছে দামি জিনিস
খুকু তোমার মাঠে গেছে
নেই কোন তার হদিস।
খুকুর তরে কেউ ভাবে না
সকাল থেকে রাতি
খোকোন দেখো দাদুর কাঁধে
বুঝি স্বগগে দেবে বাতি।


খুকু বুঝি অপিস গেছে
ফেরেনি আজ রাতে
পাড়ায় পুরো রটে গেছে
পালিয়েছে কারুর সাথে।
খুকু তোমার পালায়নি গো
দেয়নি মুখে কালি
অনেক গুলো পুরুষ পষু
দিয়েছে তার বলি।
খুকু তোমার পড়ে আছে
রাস্তার ধারে
দেহে তার প্রান নেই
ও যে গেছে মরে।