লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই দেশ,
কোটাপ্রথার যাঁতাকলে হলাম মোরা শেষ।
একাত্তরে করলাম যুদ্ধ স্বাধীনতার তরে,
তবুও কেন বন্দি মোরা অমানিশা ঘোরে।


হাজার গাজী মরছে দেখো হাপিত্যেশ-হাভাতে,
ভুয়া যোদ্ধা হাসছে দেখো,দাঁত কেলিয়ে দাঁতে।
যুদ্ধ আমি নাইবা করলাম দোষটা কিবা তাতে?
ভুয়া সনদ নিতে আমার ঘাম ঝরবেনা গা'তে।
ভুয়া নাকি আসল যোদ্ধা থাকবেনা তার লেশ,
আমার দেশে আমি নেতা, আমিই বাংলাদেশ।


দাবি আমি করছি আবার;বলছি কোটা দাও,
চাকরি করেই খাবো আমি,খাবো নাকো ফাও।
চাকরি মোদের দিতে কেনো করছে ঘোলা জল?
এই সরকারটা চালাচ্ছে কে? রাজাকারের দল?


পরীক্ষাতে পাশ করি না,সেই দোষটা কি মোর?
ভুয়া যোদ্ধা সাজতে গিয়েই হয় যে সকাল ভোর।
চাকরি করতে লাগে নাকি এম.এ-বি.এ পাশ?
আমিও তো পারি হিশেব; সাত-দু গুণে দশ।