কোটা দিয়ে হইতে পারিস
কারো বাড়ির কামলা,
নাই যোগ্যতা,কেমনে হবি
সরকারি আমলা?
চাসরে যদি ভিক্ষা তোরা
করতে পারি দান,
তবুও তোরা ছাড় পাবিনা
থাকতে মোদের জান।
কোটার পক্ষে আছিস যারা
বলছি তোদের শুন,
রাস্তার পাশে কৌটা নিয়ে
জলদি আসন বুন।
আসবে কত হাজার মানুষ
হরেক রকম মেধার,
ভিক্ষা দিবে সাধ্যমত
আছিস যত বেগার।
ভিক্ষা নিয়ে শান্ত থাকিস
চাইস না তবু কোটা,
কোটা নামক ভিক্ষা চাইলে
ঝুটবে 'লাটে ঝাঁটা।
ঝাঁটা দিয়ে ধুয়ে মুছে
করবো তোদের বিদায়,
বৈষম্য আর থাকবে নাকো
আমার সোনার বাংলায়।