ভোট এলো! জোট বাঁধো
আমজনতা মিলে,
আজকের দিনে এক হওরে
হিংসা-বিদ্ধেষ ভুলে।


ক্ষমতার মুর্খতায় এ দেশটা
হয়ে গেছে আধাঁর,
কেহ বলে দেশটা দাদীর
কেহ বলে দাদার।


ক্ষমতা চাই! ক্ষমতা চাই
যাক না দেশ জলে,
পাতে থাকুক সদা বিরিয়ানি
ঘরে টাকার থলে।


কোন ভাবে কমেনা যেন
একটিও আর আসন,
হরতাল-দাঙ্গা বাঁধিয়ে দিয়ে
করবো দেশ শাসন।


বাঙ্গালী বীরের জাতি হলেও
সহজ, সরল, বোকা,
তাই তো তারা নির্বাচন এলে
খায় ভীষণ ধোঁকা।